- Hug me, hug me

# ভাগলি, ভাগলি

-অমনটি করো না

# এসেছে করোনা

- তাতে কি, তাতে কি
Hug me, hug me

# ভাগলি, ভাগলি

# আগে তো বেঁচে থাক্
তারপরে দেবো ডাক্,
'জাগলি, জাগলি'

- আগে কাছে ডাকতিস্
বুকে ধরে রাখতিস্
আজ কেনো রাগলি

# দুই হাত দূরে থাক্
পরে হবে হাগ ফাগ
ছোঁয়াছুঁয়ি বন্ধ
নেই দ্বিধাদ্বন্দ্ব  
ভাগলি, ভাগলি

- করোনা গেলে পরে
দুই হাতে নেবো ধরে
তোকে নিয়ে চলবো
বলবোই বলবো,
' Hug me, hug me'

রচনাকাল: ঢাকা, ০২ ডিসেম্বর ২০২১।