দেশটা এখন অনেক স্বাধীন, যার যা খুশি তাই বলে;
বিড়াল ছানাও মুখ বাঁকিয়ে বাঘের মতোন পথ চলে।
ছাত্র সমাজ আর জনতার ধাওয়ায় ভাগে  স্বৈরাচার;
সেলাই করা ঠোঁট খুলেছে, নেই কোনো তাই বাছবিচার।

পঁচন ধরা দেশ বাঁচাতে যারাই এখন ধরছে হাল;
তাদের চলাও ভীষণ কঠিন, নেংটি ইঁদুর পাড়ছে ফাল।
স্বৈরাচারের গুঁতোয় যারা দেখতো চোখে সর্ষে ফুল;
এ সরকারের একটু ভুলেই তারাও এখন ফুঁটায় হুল।

যুক্তি দিয়ে আস্তে ধীরে যা মনে চায় তাহাই কও;
জিহ্বাটারে সামলে রেখে বীর জনতা স্বাধীন রও।
'বেশি বেশি' খুব ভালো না, আপদবিপদ চার পাশে;
ঘুম আসে না, ভাবনা শুধু সামনে কেমন দিন আসে!

রচনাকাল: ঢাকা, ০৬ অক্টোবর ২০২৪।