দেশ নয় সন্দেশ, তবু ভেঙেচুরে খায়;
মৌমাছি পিঁপড়ায় খেয়েদেয়ে উড়ে যায়।
হানাদার লুটেরারা চেটেপুটে করে শেষ;
শেয়াল আর নেকড়ের আস্তানা নয় দেশ।

বন্দুক হাতে নিয়ে এদেশের জনগণ;
স্বাধীন বাংলাদেশ করেছিলো অর্জন।
স্বাধীন এই দেশে তবু অস্ত্রের ঝংকার;
চারদিকে সন্ত্রাস, দানবের হুংকার।

এদেশের মাটিতেই অন্যায় অবিচার;
অসাম্য থাকবে না, দিতে হবে অধিকার।
বিক্ষোভে বিদ্রোহে সত্যের বন্যায়;
বারবার এই দেশে ভেসে যাবে অন্যায়।

রচনাকাল: ঢাকা, ১৪ জুলাই ২০২৪।