ডেঙ্গু আবার আসলো দেশে;
বীরের বেশে,
গেয়ে গেয়ে, হেসে হেসে।
ঢাকার মানুষ মরছে জ্বরে, কেশে কেশে।
মরছে মানুষ ধুকে ধুকে;
মেয়র এসে কফিন দেখে পেরেক ঠুকে।
আমজনতা দৌড়ে পালায়, পড়ছে ধাঁধায়;
এই বরষায় ডেঙ্গু এসে কি গোল বাঁধায়!
নগরবাসী কবর খুঁড়ে, জ্বালায় চিতা;
সারা শহর চষে বেড়ায় 'নগর পিতা'!
মশা মারার কামান কোথায়, কোন্ প্রাসাদে ওষুধ ছিটায়?
নগরবাসীর ভিটায় ভিটায়?
আমার বাসায়,
তোমার বাসায়,
এডিস মশার আন্ডা টোকায়;
কাঠ খেয়ে যায় ঘুনেপোকায়।
বসে বসে প্লানিং করে;
দেশের মানুষ যাচ্ছে মরে।
সরকারি লোক বিদেশ গেছে;
কোন্ মশাটা মারতে হবে বেছে বেছে?
জানতে হবে, জানতে হবে;
গবেষণায় বিভোর রবে।
যেই 'লাউ' সেই হবে 'কদু';
মরবে মানুষ, যদু, মধু।
ডেঙ্গু বাবা,
দিয়েই যাবে মরণ থাবা।
রচনাকাল: ঢাকা, ১৪ জুন ২০২৩।