চোরে চোরে মাসতুতো ভাই, চোরের মায়ের লম্বা গলা;
ডাইনি বুড়ি জোয়ান সেজে করেই যাবে ছলাকলা।

চুরির টাকায় হেসে হেসে,
রঙ্গরসের বানে ভেসে,
উষ্ণ গায়ের ওম পোহাবে, চোখেই হবে কথা বলা।

রচনাকাল: ঢাকা, ১৭ জুন ২০২২।