চলে যেতে যেতে তুমি রয়ে যাও;
আবেগে আবেশে ধরি।
ছুঁয়ে দিতে দিতে সব ছুঁয়ে দাও;
শরমে মরমে মরি।

রচনাকাল: ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪।