চেতনা হারিয়ে গেছে
- শফিকুল ইসলাম বাদল

'চেতনা, চেতনা' বলে চেতনার বাবা;
চোখ বুঁজে চারদিকে দেয় জোরে থাবা।
ঘোলা জলে মাছ ধরে খালে আর বিলে;
রুই-পুঁটি-মলা-ঠেলা মেরে একা গিলে।

ভানুমতি বলে, 'দেখ্ তিন তাস খেলা;'
পাবলিক খেলা দেখে, জিপ কাটে চেলা।
লালবাতি জ্বলে যেই, ভানুমতি ভাগে;
মাথা ঘোরা পাবলিক, ঘোর ঘোর লাগে।

গোয়ালের সব গরু নিয়ে গেছে চোরে;
নেংটি ইঁদুরএ এসে কোচ কাটে ভোরে।
গোলা ভরা ধান ছিলো, হয়ে গেলো কুলি;
চেতনার বাবা-মার গাল ভরা বুলি।

চেতনা হারিয়ে গেছে, হারিয়েছে পথ;
কলা বেচা হয় নাই, দেখে নাই রথ।
চেতনা ঘুমিয়ে আছে জঙ্গলে একা;
এ জগতে কেউ তার পাবে না তো দেখা।

রচনাকাল: ঢাকা, ১৪ জুলাই ২০২৪।