কে বলে ভাই চামচা খারাপ, খারাপ কর্ম  চামচাগিরি;
চামচা হয়েই দিন কাটাই আর মহানন্দে ঘুরিফিরি।

কর্তা বললে নাকের খত,
দিতেই পারি শ' বিঘৎ।
কর্তা যা চান, বেশিই করি; উপরে উঠার এটাই সিঁড়ি।

রচনাকাল: ৩০ জুলাই ২০২২।