আনাজপাতির দাম বেড়েছে, কাঙালে খায় ভোজ;
রাঘববোয়াল ভেংচি কাটে, খইলসা মরে রোজ।
গরুমহিষ জাবর কাটে শুয়ে গোয়ালঘরে;
'হুক্কা হুয়া' ডাকে শিয়াল, মুরগি চুরি করে।
পাবলিক ভাইর মাথায় বাড়ি, মাথা কেমুন ঘুরে;
মাথার উপর কাক-শকুনে সারাটি ক্ষণ উড়ে।
মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু পকেট খালি;
'প্যাঁক'এর নীচে কুন্ডলী খায় 'শখ'এর চোরাবালি।
পিন্ডি চটকে খেলো সবার কানা-লুলার দল;
উজান থেকে করলো ঘোলা ভাটির স্রোতের জল।
জ্ঞান দিয়ে যায় গাল ফুলিয়ে কুয়োর কোলা ব্যাঙ;
বানরে খায় কলা, ভাঙে পথচারীর ঠ্যাঙ।
ছাগল লাফায় খুঁটির জোরে, ভ্যাবায় সারাদিন;
পা ফসকে পড়লে খাদে, বাঁচার আশা ক্ষীণ।
খুঁটির মাথায় মারলে লাথি, ছাগল দেবে দৌড়;
এক লম্ফে পড়বে গিয়ে পিন্ডি কিংবা গৌড়।
রচনাকাল: ঢাকা, ০৮ এপ্রিল ২০২৩।