ছাগল নিয়ে ছাগলামি ভাই কোন্ ছাগলে করে;
এই ছাগলের জন্ম হলো কোন্ ছাগলের ঘরে!
ছাগল কেনার পাগল এমন টাকা কোথায় পায়;
এত্তো টাকা কেমনে কামায় পাগলের বাপ-মায়!
টাকা হলে এই যুগে আর চিন্তা কোনো নাই;
কেউ কবে না কেমন করে হয় এতো কামাই।
লুটের টাকা চোটের টাকা ঘুষের টাকা যার;
তার সাথেই আজ সমাজ-জামাত মিলছে চমৎকার।
লজ্জাশরম থাকলে নাকি যায় না কিছু করা;
লাজলজ্জা ফেলে দিয়ে কেবল পকেট ভরা।
আইন-কানুন সবই আছে বই-কিতাবে লেখা; আইনভাঙা এসব লোকের নিত্য মিলে দেখা।
অসৎ লোকের পাল্লা ভারী এই পৃথিবীর বুকে;
সৎ হালতে থাকছে যারা মরছে ধুকে ধুকে।
নীতির কথা বলে অসৎ করছে পকেট ভারী;
নীতিবানের ভাগ্যে শুধুই দুঃখ-আহাজারি।
রচনাকাল: ঢাকা, ২১ জুন ২০২৪।