তোমার জন্মদিনে আমার ছোট্ট উপহার;
চকলেট কেক!
তবে এটি দুধ চিনি ময়দা বা ক্রিম দিয়ে তৈরি নয়;
রীতিমতো মাংস দিয়ে বানানো।
মানুষ বানাতে পারে না;
আমি কি করে বানাবো!
আমার কাছে একটিই ছিলো;
দামি।
তবে তোমার কাছে নিতান্তই মূল্য নেই এর;
তবে সফ্ট চকলেট কেক তোমার পছন্দের।

সাথে একটি প্লাস্টিকের কাটারও আছে;
ধারালো।
যেভাবে খুশি কেটে নিয়ো,
খেয়ো আর বন্ধুদের মাঝে বিলিয়ে দিয়ো এই কেক।
দারুণ স্বাদের হবে বলে রাখলাম;
ভেনিলার ফ্লেভার আছে।
একালের মার্চেন্ট অব ভেনিসের হার্ট;
ব্রেভ হার্ট।
জীবন্ত;
চকলেট কেক তোমার পছন্দ।

রচনাকাল: ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪।