বসন্ত এসেছে ;
বাসন্তী কই!
বাসন্তী উৎসবে একাকী ;
হে নারী!
এসো আজকের বসন্তের আবাহনে;
মিলেমিশে হয়ে যাই একাকার।
তারপর বসন্ত বরণের ক্ষণ;
আহা!
শিহরণ;
সারাটি বছর জুড়ে রয়ে যাবে রেশ।

রচনাকাল: ঢাকা, ১৪ ফেব্রুয়ারী ২০২৫।