পুরাতন প্রেম প্রচণ্ড গরম, গ্রীষ্ম যেমন।
নতুন প্রেম কাঁপন ধরায়, শীত যেমন।
কিছু চেনা কিছু অচেনা প্রেম নাতিশীতোষ্ণ, বসন্ত যেমন।

আমার জীবনে তুমি না নতুন, না পুরাতন; মাঝখানের ঐ বসন্তের মতোন।

রচনাকাল: ঢাকা, ৩০ ডিসেম্বর ২০১৯