পথিক চেনে না পথ,
ছুটে চলে বিশ্বাসের জোরে।
তোমার দৃষ্টির সীমানায়,
উঁচু নীচু সমতল পেরিয়ে।

পথিক জানে না কিছুই,
হৃদয়ের কোনোই খবর।
ভালোবাসা বুঝি তারই নাম,
কোথায় লুকানো, কোথায়!

পথ চলা অবিরাম,
পথেরই শেষ খুঁজে পেতে।
একদিন শেষ হয় চলা,
বলার থাকে না কিছুই।

রচনাকাল: ঢাকা, ০৫ মে ২০২০