চুনুপুঁটি ধরে ধরে হাত বেশ পাকালে;
কি এমন ক্ষতি হতো রুইমাছ ঝাঁকালে!
কড়ি ফেলে তেল মাখো ভন্ডের মাজারে;
রুইমাছে তেল বেশি, দাম বেশি বাজারে।

টাকাকড়ি লুটেপুটে বস্তায় রাখলে;
মৌবনে কতো চাকে খাঁটি মধু চাখলে।
আঙুরের ঝোপা আর লালপানি বোতলে;
নগ্ন যুবতী নাচে, পড়ে থাকো ভূ-তলে।

তা ধিন তা ধিন ধিন ধিন ধিন ধিন তা;
মনে মনে চনমন নানান কু-চিন্তা।
কাকে ধরো কাকে মারো ফূর্তির আমেজে;
কার বুকে ছুরি মারো সাধু বাবা মা সেজে।

ছাইচাপা আগুনের হল্কায় ও' কে জ্বলে;
'ভগবান রজনীশ', 'লুটেরা' তোমাকে বলে।
কল্কির তামাকের সাথে করে তামাশা;
দুই ডোজ দিয়ে দাও, শুরু হবে আমাশা!

খালে-বিলে ঘুরে শুধু চাঁটা-পুঁটি গাঁথলা,
লেকপাড়ে বসে ধরো রুইমাছ-কাতলা।
দুনিয়া তোমারি হবে, লালপরী নাচবে;
যতোদিন বেঁচে থাকো, বীর সেজে বাঁচবে।

রচনাকাল: ঢাকা, ০৪ জুন ২০২৪।