মিছিলে মিছিলে মুষ্টিবদ্ধ হাত;
শ্লোগানে শ্লোগানে মুখর হাজারো লক্ষ তরুণ তরুণী যুবক যুবতী।
সামান্যই দাবী তাদের;
বেঁচে থাকার ন্যায়নিষ্ঠ অধিকার।
যোগ্যতার সঠিক মূল্যায়ন;
স্বাধীন সার্বভৌম দেশে মেধার সর্বোচ্চ ব্যবহার।
সাম্যতার লড়াই;
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।
অধিকার পেলো না তারা;
লাঠি, টিয়ারশেল আর বুলেটের আঘাতে ঝাঁঝরা হলো কারো কারো বুক।
কেউ কেউ লুটিয়ে পড়লো রাজপথে;
কেউবা জীবন হারালো হাসপাতালে কিংবা গোপন স্থানে।
চিকিৎসা পেলো না কেউ কেউ;
হাত পা কিংবা চোখ হারিয়ে পঙ্গু হলো হাজার হাজার মানুষ।
এইসব ক্ষত নিয়ে তারা বেঁচে থাকবে বাকী জীবন;
আলোহীন অন্ধকার ভবিষ্যত।
কী দুঃসহ সেই বিকলাঙ্গ জীবন;
কী মর্ম বেদনার সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়ানো!
অগুনতি শহীদের আত্মাহুতি;
মায়ের বাবার আর ভাইবোনের বিগলিত অশ্রুধারা।
পথে নেমে এলো বিক্ষুব্ধ জনতা আবালবৃদ্ধবনিতা;
জীবন দিলো তারাও, বিকলাঙ্গ হলো।
প্রতিবাদ সফল হলো;
পালিয়ে গেলো স্বৈরশাসক।
ক্ষমতায় নতুন মানুষ;
কাঙ্ক্ষিত পরিবর্তন এলো না এখনো।
শকুন আর ধুর্ত শিয়াল চারদিকে;
দেশে আর বিদেশে শুধুই ষড়যন্ত্র।
'খাই খাই' আর 'খাই খাই';
জীবন্মৃত সাধারণ মানুষ।
বায়ান্ন ঊনসত্তুর একাত্তুর কিংবা নব্বই;
অধিকারের আন্দোলনে বারবার রাস্তায় নেমেছে ছাত্র-জনতা।
বিজয় ছিনিয়ে এনেছে জীবন দিয়ে;
কিন্তু সবসময় হাতছাড়া হয়ে গেছে তাদের অর্জন।
আর কতোকাল লড়াই করবে এদেশের মানুষ;
আর কতোকাল ছিনতাই হবে তাদের বিজয়নিশান!
রচনাকাল: ঢাকা, ১৪ নভেম্বর ২০২৪।