সর্পবিষে জর্জরিত হলো লখিন্দর;
কোথায় বেহুলা তার, কিসের বাসর!

মানুষটা মরে যায়, প্রেম বেঁচে রয়;
বেহুলা ভাসায় ভেলা, বাঁচাবে নিশ্চয়!

রচনাকাল: ঢাকা, ৯ অক্টোবর ২০১৮