বেহায়া দমে না, দমাদম দম ফেলে;
ডাস্টবিনে ফুলের গন্ধ শুকে তৃপ্তিতে।
পথের মাঝখানে চলে কানকাটা;
লজ্জার নাড়ি কাটা জন্মের আগেই।

ক্ষমতার তান্ডবে অক্ষমতা ঢাকে;
নপুংসক খুঁজে 'নাং', পিতা হবে তাই!
স্ত্রীর বিছানায় নগ্ন পরপুরুষ;
ঘরের বাইরে বসে পা নাচায় তবু।

কি সব চলছে নিত্য নিষিদ্ধ পল্লীতে;
ক্ষুধাকাতর পতিতার পতিত জীবন।
চিত্তহীন বিত্তশালী অকুন্ঠ চিত্তে;
শরীর ঠান্ডা করে দাবদাহে জ্বলে।

সমাজের বাইরে থাকে সমাজপতিরা;
কড়াক্রান্তি গুনে নেয় কড়ায়গন্ডায়।
রুচির দুর্ভিক্ষে খায় অরুচির ফল;
বমি ঘেটে খুঁজে নেয় পাচারের সোনা।

অবিরাম মিথ্যাচারে ঠোঁট নড়েচড়ে;
হায়াহীন কায়া ছুটে দুর্দান্ত প্রতাপে।
বেহায়ারা দেশে দেশে এমনিই হয়;
দেখে যায় দুর্বলেরা বাঁচার প্রত্যয়ে।

রচনাকাল: ঢাকা, ০৩ জুন, ২০২৩।