চাইয়া চাইয়া কি আর দেহুম, বাড়িত্ গিয়া ঘুমাইগা;
মাইঝার উপর শুইয়া শুইয়া বালিশটারে চুমাইগা।

বিলাই মাটিত্ হাগতিয়াছে;
শিয়াল-কুত্তা জাগতিয়াছে;
মানুষজনে ভাগতিয়াছে, গাঞ্জা খাইয়া ঝুমাইগা।

রচনাকাল: ঢাকা, ০৭ ডিসেম্বর ২০২২।