বাহা রে বাহা, বেশ বেশ;
তেলে তেলে ভাসছে দেশ!
পামওয়েল বাজারে নাই;
সোয়াবিন তেল মিলছে ভাই।
উজান থেকে আসছে পানি;
হাঁসা-হাঁসির কানাকানি।
'তৈ তৈ তৈ' ডাকছে কেডা?
জোয়ান বাপের বুইড়া বেডা।
ঢাকায় ভাসে টাকার কুমির;
ডাকাত আছে জলাভূমির।
এর ওর জমি দখল করে;
মনের মতোন বসত গড়ে।
রাজনীতি আর ব্যবসাপাতি;
করলে ধনী রাতারাতি।
ঘিলুওলা করছে কামাই;
বোকার হদ্দ ঘরজামাই।
বান্দা করে দোয়া-জিকির;
ধান্দাবাজে করছে ফিকির।
আন্ধা ফকির কায়দা জানে;
পাড়মাতালে বোতল টানে।
রাজপথে সব রাজার গাড়ি;
ফুটপাতে জ্যাম, মারামারি।
রাতের ঢাকার রঙিন আলো;
খোলা চোখেই দেখা ভালো।
রচনাকাল: ঢাকা, ১০ আগস্ট ২০২৩।