আসবে না তুমি আর, বলেছিলে কাল।
তাই বলে রাত শেষে হবে না সকাল?
গাইবে না পাখি কোনো মিলনের গান?
কোকিল তুলবে না ঠোঁটে কুহুতান!
বইবে না দক্ষিণের মৃদুমন্দ হাওয়া?
হেমন্তের আকাশ রবে কালো মেঘে ছাওয়া?
ফুটবে না কোনো ফুল, ঝরে যাবে কলি?
গুনগুন শব্দ তুলে উড়বে না অলি?
থমকে দাঁড়িয়ে যাবে গোটা পৃথিবীটা!
মন থেকে মুছে যাবে তোমার ছবিটা?
কবিতা হবে না লিখা, ভুলে যাবো সবি!
হৃদয়ে রবে না টান, কোনো অনুভবই!
তুমি তা ভাবতে পারো তোমার মতোই।
আমি তো আমিই, আর কারো মতো নই।
হয়তোবা ভেঙ্গে যাবে পাঁজরের হাড়।
'তোমাকেই ভালোবাসি', বলবো না আর!
কিন্তু ভেবো না তুমি, মরে যাবো শোকে।
অজর কবিতা লিখে, সুর তুলে মুখে
পৃথিবী কাঁপাবো। ভালো বাসবে সবাই।
তোমার হৃদয়ে আমার নাই হলো ঠাঁই।
আমার জীবনে তুমি সবচেয়ে দামি।
দূর থেকে ভালোবাসা দিয়ে যাবো আমি।
রচনাকাল: ঢাকা, ০৮ নভেম্বর ২০১৮।