চোখ দু'খানি পটলচেরা;
রঙবেরঙের স্বপ্নে ঘেরা।
মিষ্টি মধুর দৃষ্টি হানে;
আমার সাধের ফুলবাগানে।
কী পেতে চায় পরীর রানী;
আমিই জানি, আমিই জানি!
ঘুমকাতুরে জাগবে নাকি;
দু'চোখ মেলে বসেই থাকি।
আকাশে আজ চাঁদের আলো;
আসবে কখোন, বাসবে ভালো!
মধ্যরাতে, রাত পোহালে;
রাতের শেষে, প্রভাত কালে!
রচনাকাল: ঢাকা, ৩০ আগস্ট ২০২০