আপনারা মুদ্রার এপিঠ-ওপিঠ;
বড্ডো সুযোগসন্ধানী।
আপনাদের কাছে সাধারণ মানুষের মূল্য নেই;
মানুষের অধিকারের কথা লেখা থাকে শুধুই সংবিধানে।
আপনাদের শুধু খাই খাই;
দিন যায়, ক্ষুধা বাড়ে।
অহংকার আর আভিজাত্যের পসরা সাজান;
লোভ আর লালসা ছড়িয়ে দেন সমাজের সবখানে।
নীতি আর নৈতিকতা দুপায়ে ঠেলেন;
দলবাজী আর তেলবাজীর কান্ডারী আপনারা।
সমাজের প্রতিটা মানুষকে নীতিহীন করাই আপনাদের নীতিমালা;
সবাইকে বিবেকহীন করার অঙ্গীকার আপনাদের।
দেশটাকে নিজেদের সম্পত্তি ভাবেন;
লুটেপুটে খাওয়ার এখতিয়ার আপনাদের।
বিবেক আর মনুষ্যত্ব হারিয়েছেন কবেই;
তবুও আপনারাই সেরা।
দেশের ভালো কোনো পরিবর্তন আসবে না;
পরিত্রাণ পাবে না দেশের মানুষ।
তারুণ্য শুধুই প্রতিবাদী হবে;
পঙ্গু হবে, জীবন দেবে বারবার।
যারা বেঁচে রবে তারা হতাশ হবে;
আর দেখে যাবে শকুনের ভোজ উৎসব।
রচনাকাল: ঢাকা, ০৬ নভেম্বর ২০২৪।