তোমার চোখের নীল সায়রে সাত সাগরের বিষ;
তোমার রাঙা ঠোঁটের কোণে কালনাগিনীর শিস।

আন্ধা কালা হওয়াই ভালো;
দিনরাত্রি সমান কালো;
তুষের আগুন জ্বলবে না আর বুকে অহর্নিশ।

রচনাকাল: ঢাকা, ১৮ মার্চ ২০২৫।