হুলো বিড়াল ছিকায় উঠে দুধ খুঁজে;
ইঁদুর ছিকার রশি কাটে যুত বুঝে।
রাঘব বোয়াল রুইকাতলার গাল চাটে;
চোর-দারোয়ান একই সাথে পথ হাঁটে।

লেডিস ফিঙ্গার খেতে মজা, লাঞ্চ রেডি;
সুগার ড্যাডির সুইট হোমে ডান্স-লেডি।
দুর্মুখেরা খবর পেলেই যায় ফেঁসে;
খেজুর গাছের রস নদীতে যায় ভেসে।

ধামকি দিয়ে ক্ষমতাবান মাল কাড়ে;
হনুমানে অনুমানে ফাল পারে।
তেজারতি উজারতি এক সাথেই;
ভন্ডপীর আর সাগরেদ খায় এক পাতেই।

কারবারিরা সোনাদানা পাস্ করে;
কেউ কোথাও নেই তাদেরে টাচ্ করে?
কাজীর গরু গোয়ালে নেই, কই গেলো;
লেজারশিটে সব রয়েছে, কই পেলো!

কেউ জাতিকে জবাই দিতে ক্ষুর শানায়;
আখের দেশে চিনি দিয়ে গুড় বানায়।
ব্যাংক লুটেরা 'ভি' দেখিয়ে যায় উড়ে;
আমজনতার চোখের পানি দেশ জুড়ে।

রচনাকাল: ঢাকা, ৮ জুন ২০২৪।