আমগো টেহা ব্যাংকে রাহি, টেকসো রাহে কাইট্যা;
দিনদুফুরে হাজার কোটি বারাইয়া যায় হাইট্যা।

কালা টেহা বিদাশ যায়;
আমার সাদায় হাত লাগায়;
এই দুক্খে কহন জানি কইল্জা যাবো ফাইট্যা।

রচনাকাল: ঢাকা, ১২ ডিসেম্বর ২০২২।