'আলুর দোষে'র পুরুষ মানুষ হরহামেশাই দেশান্তরী;
সেই 'গোল' আলুর দাম বেড়েছে; বড়ই লজ্জা, মরি মরি!
আলুর আবার দোষ কি রে ভাই, যেমনে খুশি লাগাও তারে;
ভর্তা-ভাজি, তরকারিতে, তার মতো কেউ মিশতে পারে!
তিন কোণার ঐ সিঙ্গারাটায় সিঙ্গাপুরেও আলুই লাগে;
ধরতে গেলে বুকের ভেতর কেমন কেমন ফিলিংস্ জাগে।
ভূরিভোজের আয়োজনে বিফ মাটন আর চিকেন রবে;
বিরিয়ানীর ডিশ সাজাতে আস্ত আলু দিতেই হবে।
নানরুটি আর 'আলুর দম'এর নাস্তা ভীষণ মজারই হয়;
সিদ্ধ আলুর চটক ছাড়া ডিমের কারি হবারই নয়।
হোক নিরামিষ-আমিষ ভোজী, আলুই রবে সবার পাতে;
সিন্ডিকেট আজ দাম বাড়িয়ে গোল আলুকে তুললো জাতে।
রচনাকাল: ১০ সেপ্টেম্বর ২০২৩।