জীবন কেবলই জীবন নয়, মৃত্যুও মৃত্যু নয় শুধু;
পাহাড়ও পাহাড় নয় শুধু, মরুভূমি নয় শুধু ধুধু।
রটনা-ঘটনা জীবনের মাঝে নিত্য খেলা করে;
মৃত্যু দাঁড়িয়ে থাকে জীবনের ক্ষীণ সুতো ধরে।
পাহাড়ের মাঝে থাকে দর্শনীয় অযুত বিস্ময়;
শিখরে লতানো লতাও হতে পারে কন্টকময়।
মরুভূমির মরুদ্যান সবুজের সমারোহে ভরা;
ঢেউ তুলে মরীচিকা, রয়ে যায় তবুও অধরা।
দেখার মাঝেও থাকে না দেখা কতো অন্ধকার;
আলেয়ার আলো ঘিরে রয়ে যায় তীব্র হাহাকার।
চাঁদের সৌন্দর্যেও থাকে কলঙ্কের দুঃসহ দাগ;
প্রণয়ের মাঝেও থাকে তীব্র ঘৃণা, রাগ-অনুরাগ।
কোথায় পালাবে তুমি পৃথিবীর আলোছায়া থেকে;
তোমার ছায়াই যাবে চলার পথে পদচিহ্ন রেখে।
রচনাকাল: ঢাকা, ২৬ আগস্ট ২০২১।