খোলা আকাশ উড়তে পারে না পাখি
মোহমায়া বিভীষিকাময় অন্ধকার
চারিদিকে তারকাটার দেওয়াল
উন্মক্ত মনের ইশারায় ডেকে যায় অলিক মোহ
ঘর যেন হয়ে উঠেছে যুদ্ধ বিধ্বস্ত
ফিলিস্তিনি শিশুর ঠোঁট থেকে কেড়ে নেওয়া মায়ের স্তন ।
মনের কোণায় যে সুখ জমে থাকার কথা-
সেখানে শিশিরবিন্দুর মতো জমে উঠেছে আগুণের শিখা।
চোখের সামানে দাঁড়িয়ে থাকো উড়ন্ত চিল হয়ে
হৃদয় খসে পড়ে তোমার চরণে তুলে নাও সখি
ভয় না কি অবহেলা, একি তোমার প্রতিদান!
এ ই যে অরণ্য সবুজভূমি, তুমি মিশে থাকো হৃদয়ে আলতা হয়ে।
তুমি অনুভূতি, প্রেম, পবিত্র মন্দির।