ঝরে যেতে পারে জুঁইফুলের সাতটি পাঁপড়ি
কুরিয়ে নেবে অবহেলিত জনগণের অধিকার
এই আঁধার কেটে গেলে সম্পর্ক বদলে যাবে
বদলে যাবে পানি বন্টন,তিস্তা চুক্তি
ফেলানি ফিরে আসে আবেগি স্রোতে
চুক্তিভিক্তিক প্রেমের ক্ষেত্রে চুমু বন্টন আবেগহীন
চলতি আগুনে ঘি ঢেলে পেট ভরে খেয়ে নাও জল
যতুটুকু জল দেবে ততোটুকু রক্তচুষে নেবে ।
মানুষ,পাখি,সাপ সবার জন্য চালু হলো নতুন ভিসানীতি
নতুন আন্দোলন স্লোগানে উত্সবে মুখোরিত জনপদ
পাল্টে গেছে বন্ধুত্বের সমীকরণ দিদির বুকে নতুন আগুন
ঝরে যেতেপারে  জুঁইফুলের সাতটি পাঁপড়ি !