আমাকে ভুলে যেতে পারলে তুমি মুক্তি পেতে
তবে জেনে রেখো,
কারণে-অকারণে আমি তোমার মনের কোণায় মেঘের মতো ভেসে উঠব
ভুলে যাবার নামে অযুত বাহানায়।
দু'জন সামনাসামনি দাড়াঁনোর মতো উদার আন্তরিকতা অথবা বিনয় কোনোটাই নেই
এ কি সব তাহলে শুধুই সময়ের নিয়মে ভাঙাগড়া ।
সম্পর্কের বাহিরে গিয়ে কেউ কাউকে দেখিনি কখনো
মানুষ সম্পর্কের বাহিরে কেমন ?
তুমি কি কেবলই আমার প্রেম চেয়েছিলে, না অন্য কিছু
পুরুষের মোহ কেটে গেলে বুঝি প্রেম থাকে না, কাম থাকে না।
ভালোবাসা দিয়ে পুরুষকে আটকিয়ে রাখলে পুরুষ শিশির বিন্দু মতো নুয়ে পড়ে পৌষের শেষ বিকেলের সূর্যের মতো ।
হেলেঞ্চা ঢোগার মত সবুজ উর্বর মনে কেউ ঢুকে পড়লে
পুরুষ মানুষ নিজেকে ভুলে গেলেও প্রেম ভুলে না ।
পুরুষের ভ্রমর স্বভাব,তাকে প্রেমিক হতে দেখিছি পুরুষ হতে দেখিনি।