কারো চোখের ভাষা পাঠ করতে পারলে
কাছে যাবার দরকার নেই
জানি তুমি কিছুই দেবে না,
যা দেবে তা ফিরিয়ে দেবো ঘৃণায়।
তুমি নিজের নিয়ে থেকো,পাখিদের সন্ধ্যায় ফিরে আসতে হয়
বিভীষিকাময় অন্ধকার প্রকোষ্ঠে তুমি বন্দি ছিলে অথচ
তোমার চারিপাশে ছিল মধু বসন্ত বহর।
ঘুনে খাওয়া কাঠের মতো তুমি ক্ষয়ে যাবে একদিন
তোমার দম্ভ এক নিমিষেই বিলীন হয়ে যাবে
তুমি আগে যা ছিল এখনও ঠিক তাই!
মানুষ তোমাকে কোকিল ভেবেছিল, তুমি মূলত কাক
সময়ে সঙ্গে মানিয়ে নিতে না পারলে পিছিয়ে পড়তে হয় ।