আমার দারিদ্রতা,অসহায়ত্ব জানার পরেও
আমার প্রেমিকা আমার হাত ছেড়ে দেয়নি,
বরং সে শক্ত করে ধরে ছিল নিম্নগামী বাহুকে
অজস্র ব্যর্থতার গ্লানি আমার স্বপ্নকে ম্লান করে দেয়নি
সে আমাকে বৃক্ষের মতো জড়িয়ে ছিল।

তার চোখের দিকে তাকিয়ে দেখা হয়নি, স্পর্শ করা হয়নি
অথচ সে আমার অন্তরের ভিতরে মিশে আছে আত্মীয় হয়ে
দীর্ঘ ক্লান্তি শেষে,
অথবা গভীর রাতে ঘুম ভেঙে গেলে এখনো সঙ্গ দেয়
আলিফ, লাম, মিম, হরফের মত পবিত্র যার অন্তরাত্মা ।

হাত ধরে কেউ একজন দাঁড়িয়ে থাকে স্বপ্নের দুয়ার খুলে দেয়ার জন্য
মানুষ নিজেকে বড় ভাবলেই ছায়া ছোট হতে থাকে!