সংযুক্তা শ্রীমানী লাবণ্যময়ী কিশোরী
পাহাড়ের পাদদেশে হারিয়ে যেত ভাত ঘুমে
সৌন্দর্যের সমুদ্রে ডুবে থাকতো স্মৃতির কপাটে খুলে
গোপন দরজার হুকে ঝুলে থাকত, প্রকৃতির জলরঙ
ছবি আঁকার নেশায় বুঁদ হয়ে থাকতো রসিক ঠোঁট
চিনিপাতার মিহি ভাঁজে ঠোঁটের কিনারে ছিল নীড়ে ফেরা সুখ
অপরূপ সৌন্দর্যের অপর নাম সংযুক্তা শ্রীমানি
তার বুকের ঢেউয়ে পাড় ভেঙে যেত;
চোখ যা দেখত, তা ছিল ছবির মতো স্বচ্ছ
জলে আঁকা অবয়ব ।