আমার অন্তরের ভেতর যাহা কিছু আছে
স্থাবর, অস্থাবর সমস্ত কিছুর একমাত্র মালিক মিনু
যার নিঃশ্বাস-প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘমেয়াদী দুঃখ নদীর ঢেউ
প্রত্নতত্ত্ব অঙ্গ প্রত্যঙ্গে জড়িয়ে আছে সোনা মাখা মাটির ঘ্রাণ
লাল মরিচের সুঘ্রাণে সুভাষিত বিদ্রোহী আশ্রম
মিনু আমার কাছে একটি প্রার্থনাময় সকাল
বেঁচে থাকার নক্ষত্র অনুপ্রেরণার দীর্ঘ ছায়াপথ।