কৃষ্ণচূড়া রঙে প্রেমিকার ঠোঁট ঝুলে থাকে সবুজ ঢালে
দক্ষিণা বাতাসে দোল খায়।
হারিয়ে যাওয়া একটি চিল নিজস্ব ঠিকানা খুঁজে পাইনি
এই নিলম্বিত আসমানেই হারিয়েছে তার যৌবন।
পদ্মার ইলিশ কুটুমবাড়ি বেড়াতে যায়;
সংসারে লবণাক্ত প্রেম জমতে থাকে দিনদিন।
জলপাই রঙের শাড়িতে নারী বেশ মানানসই
উদাম আকাশ, লজ্জায় লুকিয়ে থাকে বৃষ্টি
অথচ কেউ বেঁচে নেই,
প্রেমিকা মরে গেলে পরাণ ভরে কান্নার
বৈশিক উষ্ণতায় বাড়ছে বখিল বণিক ।
কেউ প্রেমিক হতে চায় না, যা হতে চায় তা কেউ স্বীকার করে না।
অথচ প্রেমিক শব্দটি জুড়ে ছিল পবিত্রার ঘ্রাণ।