অন্ধকার রাত্রি জামা ছিঁড়ে বের হয় তেজী সূর্য
লালসার চোখ চেয়ে থাকে অবিরাম
মৃত্তিকা নতজানু হয় অন্ধকার বাতাসে
স্তন ছিঁড়ে বের হয় অমৃত নহর ।

রাক্ষসী বাতাসে ভেসে আসে চিৎকার
চিৎকার শুনে অট্টহাসি দেয় পাষাণ হৃদয়
মৃত্তিকার গহীনে চাপা পরে মৃত্তিকা
সবুজ মাটির চোখ দিয়ে বেয়ে পরে আবেগি অশ্রু ।