বড়ো হও বাবা আমি গল্প শুনেছিলাম স্বৈরাচারীর
তুমিও গল্প শুনবে স্বৈরাচারীর
অথচ দেখো একটি রক্ত নদী বয়ে গেল রাজপথে
কেউ ভয়ে কথা বলছে না।
শতমুখ কীভাবে বন্ধ করবে বলও আজ !
মানুষ জেগে ওঠেছে মানুষের কল্যাণে-
স্বৈরাচার নিপাত যাক !
জেগে ওঠো তরুণ, জেগে ওঠো ছাত্র সমাজ
মাথা উঁচু করে বাঁচো
মিছিলের বুলেটের জবাব হবে ব্যালটে ।
ছাত্রদের মিছিলে বুলেট নয়; ছাত্রদের জেল নয়
ছাত্ররা মূলত একটি গোলাপ ফুল ।