আমার দুঃখবোধের করুণ স্মৃতিতে
হাওয়ার আঁখিতে বয়ে চলে জলোধারা।
সময়ের নিয়মে কাছের মানুষ দূরে সরে গেছে,
শূন্যতা হাত বাড়িয়ে ডাকে একাকী পথে।
কেউ নেই, সবই মিথ্যামায়া, বানোয়াট,
যেন স্বপ্নের রঙিন পর্দায় অন্ধকারের ছায়া।
ঘরের দুয়ারে কাটা তারে যে ছবি ভেসে ওঠে,
সেখানে লেখা থাকে হারিয়ে যাওয়া দিনের ব্যথা।
পৃথিবীর বুকে মাথা রাখলে শরীর নীল হয়,
নীল বিষাদ ঢেকে দেয় অনুভূতির আকাশ।
কিছু স্মৃতি, কিছু ব্যথা, কিছু অপূর্ণ আশা,
সেই তো রয়ে যায়—নিস্তব্ধ রাতের নিঃশ্বাস জুড়ে ।