জানালাটা ছিল বেশ খোলা
তবু চশমাটা মোর ঘোলা
বাড়ান্দায় মা না মেয়ে বোঝার উপায় নেই
জীবন মান অভিমানে বয়ে যায় যেইসেই ।
রোদ ছোয় তোর চোখ
দেখে হিংসে হয় বটে
ইস্ হতাম যদি রোদ
ছুয়ে দিতাম তোর ঠোঁট ।
তোর চুলে পাশ কেটে গেল দখিনা হাওয়া
তুই দেখিসনি হেলায়
চোখ ভিজিয়ে আলতো করে
তোকে ছুতে গেলেই পড়ে যাই অবহেলায় ।
তুই বুঝিস না প্রেম স্পর্শ মন
এই শোন তবে কি হবে ভালবেসে?
রাতের তীব্র ঝোছনা ছিল চাঁদের কান্না
তুই মাতাল আনন্দে বুঝিসনি অবশেষে ।