আকাশের কপালে ঔ জ্বলে থাকা নীল তারারা
আজ তোমার হাসিতে ঝলমল করে
রাতের আধারগুলো কেটে গেছে
তোমার হাসিমুখ জোছনার ভারে ।
পাহাড়ের বিষাক্ত ফুল আজ অমৃত ঢলে
ভেসে আসে আমাদের ভালবাসার দ্বারে
সাগেরর অস্থির ঢেউগুলো অবিরাম প্রেমে
মাতাল হয়ে আলিঙ্গন করে পাথরের সাথে ।
অরণ্যের পাখিগুলো গান ধরে সুখে
শুকনোপাতার গালিচাটা বেঁচে রয় আঙ্গুলের ফাকে
তোমার অশ্রুকণাগুলো কখনো শিশিরের মতো
ঘর বাধে ভালবাসায় সবুজের বুকে ।
জোনাকির ঘরে মোমের আলোটা জ্বেলে
খুজে নিব তোমায় হাজার বর্ষা রাতে
আমি তোমায় পেতে চাই আমার স্বর্গলোকে
যেখানেই থাকো তুমি চলে এসে দিগন্তের ধারে ।
My FB Link:
www.facebook.com/Shafiq.Isl