প্রিয়তমা,
একটু শোনো
চোখের জলে কেঁদে চোখ ভিজিয়েও না
চোখের জলে যে আছে আর্সেনিক
প্রিয়তমা,
একটু শোনো
তোমার চোখ যে বড় মায়াময় গভিরতা
সেথায় হারিয়েছে হাজারও ডুবুরি
প্রিয়তমা,
একটু পাশে এসে বসো
কয়েকটি চুলে ঢেকে যাওয়া চোখটাকে একটু স্পর্শ করি
প্রিয়তমা,
একটু চেয়ে দেখ তুমি অভিমান করলে
নদীর জল মেঘের দেয়ালে ভালবাসা সাজায়
আমি তাই ভিজে যাই আবেগী জলে ।
প্রিয়তমা,
নিঃশেষ একটি কথা বুঝো
ভালবাসি তোমায় অনেক বেশি,
অনেক বেশি তার চেয়ে বেশি ।
FB link: www.facebook.com/Shafiq.Isl