মস্তিষ্কের পায়ে মোর একটা শেকল বাধা
আর বিবেকে একটা হাতকড়া
কখনো চোখে একটা কালোপর্দা
এমনই এক কারাগারে আমি আমরা
যেন এক অপূর্ণ জীবনধারা
চাঁদ ভিজিয়েছো কাল জলে
মেঘেদের কোলে অতলে
দিয়েছো আশ্রিত খরায় বৃষ্টি অভিনয়
এ যে তোমার গোপন অবক্ষয়
তবু তোমার এ নীল ছায়া
করেছে তোমায় শেকলে বন্দী
কিভাবে মুছে দিবে আছে কি কোন অপশক্তি
তাই তুমি পরাজিত
তুমি যে নও কোন পাহাড়ী নীল অপরাজিতা
FB lin :www.facebook.com/Shafiq.Isl