তুমি প্রেম দাও,প্রেম দাও,
আরো প্রেম দাও প্রভু মোর ওমনে।
আমি ডুবে রই যেন ললনার প্রেম নদীতে
জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে!!
আরো প্রেম দাও প্রভু মোর এমনে।
যেমন মৌচাক হতে বেয়ে বেয়ে মৌ ঝরে,
তেমনই মোর হৃদয় থেকে যেন প্রেম-কাম মধু হয়ে পরে।
আমি ললনার প্রেম ওগো তনুশ্রীর কাম নদীতে।
পরস্পরে জরিয়ে রই যেন একই ছবিতে।
সেই নদেরও ধারা ধরে যেমনই বয়ে চলে
শুভ জল।
তেমনই মোর মনে প্রেম দাও তুমি শুভ্র গভীর অতল।
শ্রাবণের নিশি রাতে ওই দেখো সহসাই ঝড় ওঠে।
ওভাবেই যেন মোর মন সাগরে বসন্তের ফুল ফোটে।
বসন্তের ললিত লজ্জিত ভাবের মাধবী বাতাসে।
উড়ে যায় যেন মোর প্রেম ওই মেঘ আকাশে। তুমি প্রেম দাও
প্রেম দাও,
মোর মনে আরো।
যত চাবো তত পাবো
দেখি ওগো তুমি কত দিতে পারো।
মোর এ হৃদয়ে তুমি প্রেম দাও আরো।
ওই দুর বনেরই ছায়া যেমন সবার অপরিচিত।
আর সেই ছায়া ঘেরা বুনো লতা যদি মোর বন্ধু হতো।
তেমনই তুমি মোর মনে মোর কামে,
ভালোবাসার প্রেম দাও সব থেকে বেশি।
সেই প্রেম দিয়ে আমি যেন সব ললনারে
মোর প্রিয়তম কামিনীরে বেশি ভালোবাসি।
তুমি প্রেম দাও মোরে,
যেমন প্রেম দিয়ে ভরিয়াছ আলো শশী।
আমি সব থেকে ওগো মেয়ে আপনারে
দিলখোলা মোর প্রাণখোলা ভালোবাসি।