সে দিন যেন সহসা সাহসে
উঠিয়াছি আমি বিশ্ববিধাতার আরশে!
যেন নেই ভয়,নেই কোন ডর,
কাঁপে মহাবিশ্ব সারা - গ্রহ তারা থরথর!
যেন নেই ভয়,নেই কোন ডর।
সে দিন যেন আকাশ বাতাস
ছুটে চলে করে হা-হুতাশ।
যেন বজ্র মেঘে- দমকা লেগে,
রুদ্র রেগে,চমকে চমকে নিখিল বিশ্ব।
যেন একা সব পারে সব মারে,
দুহাতে করে নি:স্ব!!
যেন সে স্রষ্টার মহা সৃষ্টি
উল্কার বাঢ়ি বৃষ্টি,
একটি সে, নহে দশটি!
তাঁর মাঝে আছে সাত-সাত
এক একটি জান্নাত, সম সুখ।
তবু আছে কভু আট-আট ষোলো
জাহান্নাম খোলা দুখ।।
সে দিন যেন তড়িৎ বেগে,
ছুটে চলি আমি ঘুমই জেগে।
জান্নাত এর কত হুর পরি গুলো।
অধীর তারা মহাবীর বুঝি পেলো।
জাহান্নামে জ্বলে কত পাপী প্রেমিক।
বুঝে ছিল নারে কি হবে কি দিক।
সে দিন যেন, সে দিন যেন,
এসেছিল সে ভুলে করে কেন।
তুমি কি জানো না ভাই,
মানুষের লাগি স্রষ্টার হৃদয়ে
আর কোন সৃষ্টির প্রতি এত ভালোবাসা নাই!!