সোনালী পোকা
দিচ্ছে ধোঁকা
ইচ্ছে আছে
তোমাকে আঁকা
রং তুলি ওই যাচ্ছে বাঁকা।
নীল পাখিটির
মধুর কি ওই জাদুর গানে
সোনালী পোকা উড়ছে ধানে।
সে তো নিত্য নাচে
তাই তার চিত্ত বাঁচে।
এই মেয়ে,
অভয় দিলে বলতে পারি
বাদল হবে ভীষণ ভারি।
তাই তো ছুটি পথ ভুলিয়া
চলছি উড়ে দুল দুলিয়া।
গগন মাঝে মেঘের বাসা
মনে জাগে আগের আসা
বুঝবিনে মোর ভালোবাসা
হিয়া আঁখির প্রেমের ভাষা।
ওগো মনা দিন কেটেছে
রাজ-ঋতুর ওই ফুল ফুটেছে,
রংধনুর সাত রাগ টুটেছে।
সাত রঙেরই রং রাঙালো
খুকু মণির ঘুম ভাঙালো।
ছন্দে ছন্দে মন আনন্দে
নৃত্য করে ফুলের গন্ধে
হয়ে গেলো এবার সন্ধ্যে।
সোনালী পোকা চলছে উড়ে
যেতে হবে বহু দূরে।।