রুপোর নুপুর বাজে
দেখো ওই গোধূলি গগনে,
এলোকেশে এলো কে সে?
রুপসী বধূ বেশে হেসে হেসে
মোরে পোড়ার লগনে।
রুপোর নুপুর বাজে
দেখো ওই গোধূলি গগনে।
আষাঢ় গেলো শ্রাবণ এলো
আমায় সে আর নাহি পেলো।
চোখের জলে কবিতা লিখে
ভাসিয়ে দিলো দিকে দিকে।
ওই যে মেয়ে
কোথায় যাচ্ছে সে?
ভরা তরীর মাঝে বধূর বেসে
তোমার পাশে নূতন হেসে!
লাল শাড়িতে
নীল চুরিতে
কোথায় যাও কার বাড়িতে?
বলনারে সই বলনারে সই
দেখতে পাও না রাত হলো ওই।
ভরদুপুরে জল পুকুরে
নূতন নতুন প্রেমের সুরে,
তবুও তো যায় বেজে যায়,
চরণ কি আর তাঁর থেমে যায়,
রুপোর নুপুর বাজে
দেখো ওই দেবীর শ্রীচরণে
ঝুনো ঝুনো সাঁঝের গোধূলি গগনে,
এলোকেশে এলো কে সে?
মোর শবনম দহনে পোড়ার লগনে!!