আজিকে মহা বেদনা পেয়ে
কুড়িয়ে এনে সেই বেদনা দিয়ে,
কলমে লিখায়াছি রুদ্র ছন্দ।
মোর এ ভালোবাসা কেউ বুঝিলো নারে
সবে বলে আমি নাকি মন্দ।
এত অপমান, আর কত অভিমান
সহিব জীবন ভর।
নাহি সম্মান নাহি বরদান
নাহি দেখিয়াছি ঈশ্বর!
প্রেমের ভুবনে আমি প্রেম হারা
বাঁচিব কেমনে ভালোবাসা ছাড়া।
অভিমান যত কর যত কাঁদ এ মন,
তোরে দেখিবারে লাগি আসিবে ক'জন।।
ছন্দের জাদুতে আমি অদৃশ্য।
দেখি নাই কভু এ সুন্দর বিশ্ব।
আমি কভু আলো দেখিনি
দেখেছি তো আলোক সৃষ্টির সেই শক্তি।
আমি প্রেম দেখিনি
দেখিয়াছি প্রেমে পরা প্রেমিকের ভক্তি।
যা দেখিনি তার কথা না বলি,
যারে চিনিনি তার সাথে না চলি,
হতেও পারে সে মোরে
হাসিয়া বেড়াতে সারাক্ষণ।
আমি তো বুঝি কতো ভালোবাসে
মোর সেই নাগিনী প্রিয়জন।
ভাই বড় বিঁষ জ্বালা মোর এই মনে,
প্রতি ক্ষণে ক্ষণে,
মোর বিশ্ববিধাতা ছাড়া কেহ না জানে।
জানি না কি এই দুখের বাণী,
শুনতে পেয়েছে মোর সুখের রানি।
যদি শুনে থাকো হে মোর প্রিয়তমা।
ভুল যদি কিছু হয়ে থাকে মোর,
করে দিও তবে ক্ষমা।
আমি তো তোরে ছাড়া রহিতে পারি না উমা।
তুই কি একটুও বুঝো না
কত ভালোবাসি আমি তোরে,
বুঝতি যদি তবে মোর প্রেম পূজা করতি
রোজ সকাল সন্ধ্যা ভোরে।
মোর দুখের কথা,
এ প্রাণে ব্যাথা শুনেনি কেই ভাই।
দেহখানা মোরে জ্বলেপুড়ে
শেষে হলো কালো ছাই।
একটু ভালোবাসার জন্য কত কিছুই না বলি,
তোর হাত ধরি পা ধরি, এক সাথে তবু চলি।
প্রয়োজনে যদি প্রিয়জন
করো তুমি আয়োজন,
সেই ভালোবাসা লাগিবে না যে মোর।
মানো কি মানো না, করি আমি হাত-জোড়।