প্রেমেরই প্রেমাগ্নী জ্বলে
বক্ষ জগত ধ্বংস বলে।
আমার এই হৃদয় বেয়ে
লাল- অরুণ রক্ত ঝরে,
ঝরিবে রুদ্র রাজের প্রলয় আসি এিশূল করে।
বাজারে ধ্বংস বাজা
প্রেমেরই অগ্নি সাজা,
দেরে দে জল ঢেলে দে
অগ্নি জল বক্ষ মাঝে,
আমি হলাম প্রভু প্রলয় প্রেমের রুদ্র রাজা,
ললাটে রক্ত অরুণ জ্বলছে তাজা!!
ভয়েরই প্রেমের ক্ষণে,
দীঘল- ললাট ঘেমে ঘেমে
যুগল-পাগল থেমে থেমে
ঝরছে যে জল উমার মনে।।
উড়ছে মহাপ্রলয়-লীলা অগ্নি-কেশে
চলছে অগ্নিমাখা উল্কা মণি
মহাকাশে ভেসে ভেসে!!
আজ ছন্দের দ্বন্দ্ব তাঁহার,
জোটে না বিশ্ব-ভূমের ঘুমের শিশুর আহার!!
তবে আজ আর কার পানেতে
রইছো চেয়ে মহাপ্রলয় ডাক।
জাগা আজ ধ্বংস মায়ের হোমাগ্নি ছেলে
অশুভ রাহুর গ্রাস হয়ে যাক।
অগ্নি-মহাসিংহের ভয়ে রে আজ,
মর্ত্যলোকে উঠুক ভারি কান্নার আওয়াজ,
পড়ুক আজ এই জগতে সপ্ত নরক থেকে
আগুনের চঞ্চলা বাজ!!
প্রেমেরই অগ্নি আজি জ্বলে নিভে,
তাঁহারই কথা যে আজ
আমার লাল লাল ছল নয়নে বলে দিবে!!
বিশ্ব-মর্ত্য কাঁপায়ে চলছি আমি
তাথিয়া তাথিয়া নৃত্য জয়ে,
স্বর্গে পাতাল মন আমার মর্ত্যে মাতাল
উথাল-পাথাল চিত্ত হয়ে,
বিশ্বজগত ঘোর তান্ডবীতে
দেরে দে জল ঢেলে দে - জল ঢেলে দে
বিশ্বমানবের ওই ভন্ডামিতে!!
প্রেমেরই প্রেমাগ্নী জ্বলে
বক্ষ-জগত ধ্বংস বলে।
আমার এই দুই বিষ বেদনার চোখের জলে
ভরে সপ্তসাগর মহাকাশ তলে,
তাঁহারই ওই অগ্নি জলে
মর্ত্যলোকে প্রলয় চলে।।
উড়ছে সর্ব মহাবিশ্বের-মহাকর্ষ ভেদে
মোর লাল-সবুজের নৃত্য কেতন,
তাঁর নাই বিশ্বপ্রেমের নেশায় চিত্তে চেতন,
উড়ছি ছন্দের মহানন্দ পাগল ছেলে আমি
অগ্নি ক্রুশে উঠে
প্রচন্ড রুদ্র নাদে
প্রভুর শাসন আসন
সাত-অন্তরীক্ষ আরশ ছেদে,
উগ্র জেদে ইচ্ছে মতন।।
জ্বলে মম এই ললাটে
জ্বলে তব ওই ললাটে,
কভু কভু প্রভু জ্বলে
প্রলয় এর মন্ত্র বলে
মহাকাশের উল্কা-তারায়
বিশ্ব সাড়ায় ধ্বংস চলে।।
আমার এই রুদ্র বক্ষের অক্ষ তলে।।
ওরেও ধ্বংস মায়ের অগ্নি ছেলে,
দেরে দে ভষ্ম করে বিশ্ব মাঝে,
রুক্ষ শষ্য পেলে।
দেখা যায় বসুধায়
ঘোরে পোড়ে
নিত্য নূতন ভোরে
সূর্যের অগ্নি ভালে।।

প্রেমেরই অগ্নি জ্বলে
তাই ভুবনে উগ্র নেশায় ধ্বংস চলে,
প্রেমেরই প্রেমাগ্নী জ্বলে
ওগো,তাই মোর বক্ষ জগত ধ্বংস বলে।।
ভুলোকের রঙ্গ লীলা
দ্যুলোকের সঙ্গী দিলা,
যবে আলোর ওই তরঙ্গ নীলা,
তবে ঝলকের ঝলমল অগ্নি শিলা!!
মহাকাশের প্রলয়-আলয় কৃষ্ণ গোলক জ্বলে,
তবে তাই আমার এই
হিয়া-মম ধ্বংস বলে।
যদি প্রেমেরই প্রেমাগ্নী জ্বলে
দেখ তবে তোর বক্ষ জগত ধ্বংস বলে।

আমি ওই বিশ্ববিধাতার প্রেমে জ্বলে যাই,
যদি পাই,,
তবে এক নিঃশ্বাসে
তেরোশ দোযখও একা আমি গিলে খাই!!