তুমি কি দেখোনি
তুমি কি রাখনি,
তুমি কি হৃদয়ে প্রেমই আঁকোনি,
তুমি কি পুরুষের ভালোবাসা শেখোনি??
তুমি নারী রুপে এসেছ ভুবনে,
তবে কিভাবে বোঝো না ভালোবাসা জীবনে।
আমি আমার মনেরই মাঝেতে
আমার প্রেমের মাধবী দেখেছি।
তাঁহার নয়নের বেদনা লেখেছি।
তাঁহার ওষ্ঠে আজও আছে
সেই প্রেম তাপ হাজারো উত্তাপ।
দেখেছি তোমার ললাটের লাল বলয়ের রাজকীয় প্রতাপ।
তোমারে আমি স্বরণে স্বপনে
রেখেছি ওগো হৃদয়ে গোপনে
তুমি ছাড়া কে আছে বলো আমার।
তোমারই মাঝে সুখও পাই আবার।
তুমি মোর নয়নের জোড়া আঁখিদ্বয়
তুমি মোর কপালের শুভ বরাভয়
তুমি মোর জীবনের জয় পরাজয়,
তুমি ছারা এ হৃদয়ে নেই কারো ভয়।
তুমি বৃষ্টিরও রিমিঝিম বাদলো ধারা
তুমি বনতলে নদী জলে মেঘেরো পারা।
তুমি শ্রেষ্ঠ প্রেমিকার
চির চঞ্চল যৌবনের মহা স্বর্গের উপহার।
তুমি মোর মধুর প্রেমের গানের নায়িকা সুরকার।
তবু কেনো এত বেদনা ভরা জলচর।
হাসিয়া বলিও তুমি কেন বাঁধো খেলাঘর।
আমি আপনারে হিয়ারো মাঝখানে
রেখেছি ধরিয়া।
ছাড়বোনা হাত কভু ও যদি যাই গো মরিয়া।
তুমি তো আমার শ্রেষ্ঠ মেয়ে-বন্ধু
শুধু একজন।
আমি তোমারেই ভালোবেসে দিয়েছি মোর এমন।
নিশি ছায়া মায়াবতী তুমি এক রুপসী রমনী।
মোর প্রতি শিরা উপশিরায় আছে তব নাম
কেটে দেখো হৃদ-ধমনি।
শুনতে পাও কি তুমি সেই প্রেমেরই সুরেলা ধ্বনি।